মোথাবাড়ি

সিএসপি সেন্টারে প্রতারণার শিকার গ্রাহক!

 

সিএসপি সেন্টারে টাকা জমা দেওয়ার পর, প্রতারণার শিকার হলেন এক গ্রাহক। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা অঞ্চলের কাশিম বাজার এলাকায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ওই সিএসপি সেন্টারের মালিককে গ্রেপ্তার করে গ্রাহককে টাকা ফেরত দেয় পুলিশ।

    কাশিমবাজার এলাকায় রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের সিএসপি সেন্টার খুলে টাকা আত্মসাৎ-এর ফাঁদ পেতেছিল মজিবর রহমান নামে এক যুবক। উল্লেখ্য, ২০১৮ সালে এই সিএসপি সেন্টারে আসে মাম্পি মন্ডল। সে সত্তর হাজার টাকা জমা দেয় এবং আগামী পাঁচ বছরে সেই টাকা এক লাখ চার হাজার হবে বলে রিসিভও দেয় সিএসপি সেন্টার থেকে। কিন্তু পাঁচ বছর পরে মাম্পি ব্যাংকে সেই টাকা তুলতে গেলে দেখে তার নামে কোন টাকাই নেই। মাম্পি বুঝতে পারে তাকে যে রিসিভ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ জাল। এরপরে মেয়েটি প্রথমে পুলিশের কাছে এবং পরে আদালতে যায়। আদালত পুলিশকে সেই টাকা রিকভারি করার নির্দেশ দিলে মোথাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেফতার করে। সেই সঙ্গে অভিযুক্তর কাছ থেকে সমস্ত টাকা উদ্ধার করে মহিলার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। মূলত দুই ধাপে ওই মহিলার সমস্ত টাকা উদ্ধার করে দেয় পুলিশ। আগে ৩৪ হাজার টাকা এবং রবিবার দুপুরে ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে পুলিশ।